How to Get Copyright Free Sound Effects.

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রফেশনাল ভাবে  ভিডিও এডিটিং করেন বা অনেকই আছেন ইউটিউবার বা অনন্য প্লাটফর্ম এ এই ভিডিও এডিটর হিসেবে কাজ করেন। 
আমাদের  মধ্যে বিশেষ করে যারা ইউটিউবার বা অনন্য প্লাটফর্ম এ ফানি ভিডিও, কার্টুন ভিডিও, অথবা সর্ট ফিল্ম বা নিজের বানানো ভিডিও এডিট করেন তাদের প্রত্যেকের একটা বড় সমস্যা থাকে বিভিন্ন ধরনের সাউন্ড নিয়ে।

অনেক সময় আমরা যে সব ফানি ভিডিও বা সর্ট ফিল্ম দেখি এসব ভিডিও গুলোতে অনেক ধরনের সাউন্ড থাকে এসব সাউন্ড গুলো কপিরাইট ফ্রী পাওয়া অনেক কষ্টের হয়ে থাকে কিন্তু  আমাদের মধ্যে যারা ভিডিও এডিট করেন তাদের প্রত্যেকের একটা বড় সমস্যা এই সব সাউন্ড ফ্রীতে পাওয়ার। 

যদিও আমরা অনেক সময় বিভিন্ন স্যোশাল মিডিয়া।  যেমন:- ইউটিউব বা ফেসবুক বা অনন্য প্লাটফর্ম থেকে অথবা ইন্টারনেট থেকে এসব সাউন্ড খুজে পাই এবং এগুলো আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করি।

কিন্তু আমরা যে ভিডিও গুলো ব্যবহার করি এগুলো বেশির ভাগই অনেক সময় কপিরাইট আইন লঙ্ঘন করে।  এবং এসব সাউন্ড ব্যাবহার করা ভিডিও আমরা অনেক সময় বিভিন্ন স্যোশাল প্লাটফর্মে পাবলিশ করলে এগুলো কপি রাইট ধরে বিশেষ করে যারা ইউটিবার তাদের কাছে কপিরাইট জিনিসটা অনেক ভয়ের। 

কিন্তু যারা এসব ভিডিও বানান তাদের এসব সাউন্ড অনেক গুরুত্বপূর্ণ। বেশির ভাগ মানুষই এসব সাউন্ট সহজে খুজে পাই না,  অনেক সময় খুজে পেলেও ঐগুলা কপিরাইট হয়।

তাই আমি আপনাদের আজকে এমন কিছু কপিরাইট ফ্রী সাউন্ড দিব যে গুলা আপনার খুব সহজে যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কপিরাইট ছাড়াই ব্যবহার করতে পারবেন। যে ভাবে পাবেন এসব ফ্রী সাউন্ড এফেক্ট।

প্রথমে এখানে ক্লিক করে প্রথমে Zip File টি ডাউনলোড করে নিন।

ডাউনলোড করার পর যদি মোবাইলে হয় তাহলে করে অথবা  ZArchiver নামের এই এপসটি ডাউনলোড করে এটা দিয়ে পুরো ফাইলটি আনজিপ করে নিন। এইভাবে :-

১ম ধাপ: প্রথমে এপসটি ওপন করে ডাউনলোড করা Zip ফাইলটি খুজে নিয়ে ফাইলটিতে একটা ক্লিক করুন।


২য় ধাপ: তারপর ফাইলটি আনজিপ করে নিন নিচের মতো।

তারপর ব্যবহার করা শুরু করুন।  মনে রাখবেন এগুলা সম্পূর্ণ কপিরাইট ফ্রী সাউন্ড । তাই আপনাকে  কোনো ধরনের কপিরাইটের ভয়ে থাকতে হবে না। এবং যে কোনো ধরনের ভিডিওতে খুব সহজে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের ভয় ছাড়াই।

0/Post a Comment/Comments

Previous Post Next Post